দেশ-বিদেশ

বাহুবলী ২–এর দৃশ্য ফাঁস

নরসুন্দা ডটকম   November 22, 2016

নরসুন্দা ডটকম ডেস্ক:

সেটে মোবাইল নিয়ে ঢোকা বারণ ছিল। তা সত্ত্বেও ফাঁস হয়ে যায় ‘‌বাহুবলী ২’‌–এর একটি বিশেষ দৃশ্য।

এই ঘটনায় এবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে ছবির গ্রাফিক ডিজাইনারকে গ্রেপ্তার করা হল। ৯ মিনিটের একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়। সম্ভবত ক্লাইম্যাক্সেরই অংশ সেটি। অভিযোগ জানিয়ে হায়দরাবাদের জুবিলি হিলস থানায় এফ আই আর করেন পরিচালক এস এস রাজামৌলি।

তার পরেই তদন্তে নেমে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিও–র এই গ্রাফিক ডিজাইনারকে গ্রেপ্তার করে পুলিস।

‘‌বাহুবলী’‌ ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। জাতীয় পুরস্কারও জিতেছিল। ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘‌বাহুবলী ২’‌। তেলগু, তামিল দুই ভাষাতেই তৈরি হচ্ছে ছবিটি। পাশাপাশি হিন্দি ভাষায়ও ডাবিং করা হবে।

অভিনয় করছেন প্রভাস, রানা ডগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া।  সূত্র: আজকাল।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment