ফিচার

সুনামগঞ্জের সাল্লা’র মুসাপুরে কম্বল বিতরণ করলো গ্রো ফাউন্ডেশন

নরসুন্দা ডটকম   December 16, 2016

এবার সুনামগঞ্জের সাল্লা উপজেলার মুসাপুর গ্রামে শীতার্ত  অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন গ্রো ফাউন্ডেশন।

১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে বাবু সুরন্জিত সেন গুপ্ত’র বাড়িতে ৫শতাধিক আসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো সংগঠনটি।

%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%9f%e0%a6%95%e0%a6%ae

এসময় উপস্থিত ছিলেন গ্রো ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সৌমেন সেন গুপ্ত, নরসুন্দা ডটকমের নির্বাহী সম্পাদক পংকজ দেব।

 গ্রো ফাউন্ডেশন’র মানবিক এই উদ্যোগের সাথে মিডিয়া পার্টনার হিসেবে অাছে নরসুন্দা ডটকম ।

উল্লেখ্য, এর অাগে ১২ ডিসেম্বর দুপুরে অষ্টগ্রাম উপজেলার মজুমদার পাড়া বিধূভূষণ দেবের বাড়িতে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে প্রতিষ্ঠানটি।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment