।। নরসুন্দা ডটকম ।।
এ বার আইপিএল-এ আটটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।
এতদিন পর্যন্ত আইপিএল-এর শুরুতে একটি উদ্বোধনী অনুষ্ঠান হত। এ বার সেটা বদলে আট ভেন্যুতে আটটি অনুষ্ঠান করা হবে।
যে ভেন্যুতে যেদিন প্রথম ম্যাচ হবে সেদিন সেখানে হবে অনুষ্ঠান।
সোমবার আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এদিন এই কথা জানিয়েছেন। এটা যে তাঁরই পরিকল্পনা সেটা সরাসরি না বললেও সর্ব সম্মতি ক্রমে যে সেই পরিকল্পনা গৃহিত হয়েছে সেটাও তিনি জানাতে ভোলেননি।
তিনি বলেন, ‘‘যদি বলি এটা শুধু আমার পরিকল্পনা তা হলে ঠিক হবে না। সবাই মিলে বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে সব হোস্ট ভেন্যুতে একটি করে উদ্বোধনী অনুষ্ঠান হবে। যাতে সব শহরের ক্রিকেটপ্রেমীরাই এই অনুষ্ঠানের আনন্দ নিতে পারেন।’’
প্রত্যেকটি অনুষ্ঠানকে সাজানো হয়েছে সেই রাজ্যের শিল্প ভাবনাকে মাথায় রেখেই। সঙ্গে থাকবে আগের ন’টি আইপিএল-এর নির্বাচিত বেশ কিছু অংশ।