দেশ-বিদেশ

‘রাষ্ট্রপতি’ আর ‘প্রধানমন্ত্রী’দের বাস যে গ্রামে

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৮, ২০১৭

।। নরসুন্দা ডটকম ।।

রাজস্থানের বুঁদির শহর থেকে ৮-১০ কিলোমিটার দূরের গ্রাম রামনগর। সেখানে ‘রাষ্ট্রপতি’, ‘প্রধানমন্ত্রী’ সহ একগুচ্ছ ভি ভি আই পির বাস! বাদ নেই ‘কালেক্টর’, ‘আই জি’ প্রভৃতিরাও।

ওই ‘রাষ্ট্রপতি’ বা ‘প্রধানমন্ত্রী’দের পরিবারে অনেকেরই পেশা আবার চুরি ডাকাতি ! তাই গ্রামেই রয়েছে ‘হাইকোর্ট’।

“রামনগরে কঞ্জর জনজাতির বসবাস। বেশীরভাগই অশিক্ষিত। আবার দুষ্কর্মও করে অনেকে। কিন্তু এদিকে ছেলে মেয়ের নাম রাখতে সব ওস্তাদ! কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ আবার ‘এস পি’, ‘আই জি’ নাম রেখেছে সন্তানদের।”

যখনই কোনও উচ্চপদাধিকারী ব্যক্তি আলোচনায় আসেন, তাদের পদের নামেই নাম রেখে দেন রামনগরের বাসিন্দারা।

কোনও দিন হয়তো জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট এলাকায় গেছেন, এই খবর পেয়ে পরবর্তী যে সন্তান হল, তার নাম হয়ে গেল এসপি।

একজন চুরির দায়ে ধরা পড়ে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিল, সে তার নাতির নাম রেখেছে ‘হাইকোর্ট’।

সংবাদ সংস্থা পি টি আই তার এক প্রতিবেদনে জানাচ্ছে, ওই গ্রামে গেলে দেখা যেতেই পারে যে ‘রাষ্ট্রপতি’ ছাগল চরাচ্ছে বা ‘প্রধানমন্ত্রী’ সওদা করতে শহরে গেছে! সূত্র: বিবিসি বাংলা।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment