।। নরসুন্দা ডটকম ।।
একের পর এক রেকর্ডের পাহাড় গড়ছে ‘বাহুবলী-২’। এই ছবি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা চরমে। উইক ডেজে ভোর চারটেয় প্রথম শো। কাটাপ্পা বাহুবলীকে কেন মারল? যত দ্রুত সম্ভব এই উত্তরটা জেনে নিতে হবে যে!
এই উত্তর খুঁজতেই রাত জেগে বিভিন্ন সিনেমা হলের সামনে অপেক্ষা করতে দেখা গিয়েছে বহু মানুষকে। প্রথম দিনেই গোটা দেশের সিনেমা হলে আছড়ে পড়েছিল ভিড়। দ্বিতীয় দিনের ছবিটাও একই রকম।
উন্মাদনায় বলিউডকে টেক্কা দিয়ে মেন স্ট্রিম ইন্ডিয়ান ফিল্মে ‘দাদাগিরি’ দেখাল আঞ্চলিক ছবি।
অভিনীত ‘বাহুবলী ২’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?
জানা গিয়েছে, সারা ভারত মিলিয়ে মোট ২২৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কেরলের প্রায় ৩০০টি থিয়েটারে মুক্তি পেয়েছে এই ছবি। ‘বাহুবলী-২’-এর বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে আন্দাজ করতে পারছেন না বলে জানিয়েছেন কর্ণ জোহরও।