বক্স অফিসে আপাতত চলছে বাহুবলী ঝড়। মাত্র এক সপ্তাহ হল মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। অনেক হিসেবই ইতিমধ্যে ভেঙে দিয়ে মাত্র ছ’দিনে ছবিটির আয় প্রায় ৬০০ কোটি টাকা। সিনেপ্রেমীদের মুখেও এখন একটাই নাম। প্রভাস। ‘বাহুবলী’র তারকা। কিন্তু প্রভাস সম্পর্কে আপনি সব কিছু জানেন কি?
১) প্রভাস দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। ১৫ বছরের কেরিয়ারে বহু হিট তেলুগু ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি।
২) এস এস রাজামৌলির সঙ্গে ২০০৫-এ ‘ছত্রপতি’ ছবিতে কাজ প্রথম করেন প্রভাস। তারপরই এই জুটি ‘বাহুবলী’র দুটো পর্ব তৈরি করে।
৩) পাঁচ বছরের জন্য ‘বাহুবলী’ সিরিজে চুক্তিবদ্ধ প্রভাস। চুক্তি অনুযায়ী এই সময়ে আর অন্য কোনও ছবিতে সই করেননি তিনি।
৪) ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এ দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে প্রভাসকে। সে কারণে প্রথমে ২২ কিলোগ্রাম ওজন বাড়ালেও পরে তা কমিয়ে ফেলেন তিনি।
৫) প্রভাস পড়তে খুব ভালবাসেন। অবসরে যে কোনও বই পড়াটা তাঁর নেশা। বা়ড়িতে নিজস্ব লাইব্রেরিও রয়েছে এই অভিনেতার।
৬) জিম করার থেকে ফ্রি-হ্যান্ড এক্সসারসাইজ বেশি পছন্দ করেন প্রভাস। ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্যে রিফ্লেক্স ঠিক রাখার জন্য নাকি নিয়মিত ভলিবল খেলতেন তিনি।
৭) প্রভাস স্বভাবে বেশ লাজুক। কোনও ব্যক্তির সঙ্গে নিজে কথা বলতে শুরু করতে তাঁর প্রবল অস্বস্তি হয়। ভারতীয় অভিনেতাদের মধ্যে প্রভাস অন্যতম যিনি এত বিখ্যাত হওয়া সত্বেও তাঁকে নিয়ে গসিপ প্রায় নেই বললেই চলে।
৮) ‘বাহুবলী’তে অভিনয় করার পর প্রায় ছ’হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। কিন্তু ব্যস্ততা থাকার কারণে আপাতত বিয়ে নিয়ে কিছুই নাকি ভাবেননি তিনি।
৯) ‘বাহুবলী’র শুটিং চলার সময় প্রচুর বলিউডি অফার তো বটেই। ১০ কোটি টাকার বিজ্ঞাপনের অফারও নাকি ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। তাঁর ডেডিকেশন দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি।
১০) খাঁচায় পাখি পোষার ঘোর বিরোধী প্রভাস। নিজের বাড়ির বাগানে পাখিদের ছেড়ে রাখতে পছন্দ করেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।