খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত, ৪৮ ঘন্টার মধ্যে দল ঘোষণা

নরসুন্দা ডটকম   মে ৭, ২০১৭
বিসিসিআই লগো

অবশেষে ভারত নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস ট্রফিতে তারা অংশ নেবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের সদস্য দেশগুলোর মধ্যে আয়ের অর্থ ভাগাভাগির নিয়মে পরিবর্তন আনার পর ভারত এ নিয়ে আপত্তি তুলেছিল এবং চ্যাম্পিয়নস ট্রফির সময়সীমা পেরিয়ে গেলেও তাদের দল ঘোষণা করেন নি।

এর ফলে ভারত আসলেই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

আজ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল এ প্রতিযোগিতায় অংশ নেবে।

জুনের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন মাঠে চ্যাম্পিয়নস ট্রফির খেলাগুলো হবে।

আগামী ৪৮ ঘণাটর মধ্যেই বিরাট কোহালির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে।

আইসিসি লভ্যাংশ থেকে যে টাকাটা পাওয়া যাচ্ছে না, সেটা কী ভাবে তোলা যেতে পারে তা নিয়েও আলোচনা চলছে। শোনা যাচ্ছে নতুন কোনও টুর্নামেন্ট আয়োজন করে এই আর্থিক ক্ষতি মেটাতে পারে বোর্ড।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment