খেলাধুলা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কর ফাঁকি দিয়ে এবার শাস্তির মুখে

নরসুন্দা ডটকম   July 27, 2018

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কর ফাঁকি দিয়ে এবার শাস্তির মুখে । ৩৩ বছরের এই তারকা ফুটবলার সবে রিয়েল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে বিরাট অঙ্কের টাকার বিনিময়ে। এ বার সমস্যায় রোনাল্ডো। বিরাট অঙ্কের কর ফাঁকি দিয়ে বড় শাস্তি পেতে চলেছেন তিনি। হতে পারে ২৪ মাস জেলও। সঙ্গে জরিমানার ৩২ লক্ষ ইউরো।

শুক্রবার স্প্যানিশ ট্যাক্স অথরিটির করা কেসের ভিত্তিতে এই তথ্য উঠে আসছে। রোনাল্ডো নাকি ৫৭ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বয়ং রোনাল্ডো। যা খবর এই পরিস্থিতে রোনাল্ডোকে দিতে হবে ৩২ লক্ষ টাকা জরিমানা সঙ্গে ৫৭ লক্ষ টাকা অনাদায়ী কর।

 এ ছাড়া রয়েছে জমা করের ১০ লক্ষ ইউরো ও ৪৮ মাসের জেলের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন ২৫০ ইউরো।  মোট যার পরিমাণ পৌঁছে যেতে পারে এক কোটি ৯০ লক্ষতে।

About the author

নরসুন্দা ডটকম