ভারতের পররাষ্ট্র দফতরের জুনিয়র মন্ত্রী এম জে আকবর তার বিরুদ্ধে বেশ কিছু যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগ করেছেন।
সাবেক সম্পাদক এম জে আকবরের বিরুদ্ধে গত কয়েকদিন বেশ কজন নারী সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ আনেন।তিনি অবশ্য জোরালো গলায় সেব অস্বীকার করেছেন। এমনকি একজন অভিযোগকারি সাংবাদিকের বিরুদ্ধে একটি মানহানির মামলাও করেছেন।
কিন্তু প্রায় অপ্রত্যাশিতভিাবেই তিনি আজ পদত্যাগের ঘোষণা দিলেন।
মিস্টার আকবরের বিরুদ্ধে আগ্রাসী আচরণ থেকে শুরু করে যৌন হামলা, বিভিন্ন রকমের অভিযোগ তোলেন নারী সাংবাদিকরা।
এম জে আকবর বলেছেন, তিনি ব্যক্তিগতভাবেই এসব ‘মিথ্যে অভিযোগের’ মোকাবেলা করতে চান, সেজন্যেই তার মনে হয়েছে সরকারি দায়িত্ব থেকে তাঁর সরে দাঁড়ানো দরকার।
এম জে আকবরের বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগটি তুলেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি।এরপর অবশ্য একে একে আরও অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন।
ভারতে বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত যখন গত সেপ্টেম্বরে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ তোলেন, তারপর থেকে সেখানে ‘মি-টু’ আন্দোলন জোরদার হতে থাকে।