কবিতা

কবিতা “নদীর পায়ের কাছে বসে আছি”- তুহিন শুভ্র মন্ডল

নরসুন্দা ডটকম   নভেম্বর ২০, ২০১৮
নদীর পায়ের কাছে বসে আছি

নদীর পায়ের কাছে বসে আছি

তুহিন শুভ্র মন্ডল

নদীর পায়ের কাছে বসে আছি
একটা কবিতার জন্ম হবে বলে।
ডিমের কুসুমের মত সূর্য
ঝুপ করে ডুবে যাওয়ার আগে
জল আর আকাশকে সাক্ষী রেখে
ছেড়ে আসা ঘরে ফিরছে পাখিরা …
ঐ দূরে কাশবন নদীর বুকে ফুল ফুটিয়ে দাঁড়িয়ে আছে।
নদীর বুকে নৌকা আর আমি দুজনেই দেখছি
সারা গায়ে অলংকার নিয়ে বসে আছে
আমাদের সবার মা-নদী ।
দেখছি কি গভীর ভালোবাসায় মায়ের গায়ে পড়িয়েছি তার সন্তানেরা দূষণ- অলংকার ।
উন্নত আর বিলাসী মানুষের ফুটপ্রিন্ট নদীর সারা গায়ে।
আমাদের সবার মা
যন্ত্রনায় কষ্টে অপমানে লজ্জায়
মরে যেতে চাইছে।
আর আমরা তার কৃতী সন্তানেরা মৃত্যু শয্যা সাজিয়ে চলেছি আপনমনে…

About the author

নরসুন্দা ডটকম