জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজ শিবিরে শুরুতেই বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। সাকিবের জোড়া আঘাতের পর দুই উইকেট তুলে নেন তাইজুল। এরপর আরও উইকেট তুলে নেন মিরাজ ও তাইজুল।
বাংলাদেশের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পিন ঘূর্ণিতে কাঁপছে তারা।
সর্বশেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে সফরকারীরা।
শুরুতেই তাইজুলের বোলিং তোপে আউট হন ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক)। ২৩ বলে মাত্র ৮ রান নিতে পেরেছেন তিনি। তার পর একে একে সাজ ঘরে ফিরেন কাইরন পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শিমরন হিটমেয়ার, শেন ডওরিচ ও দেবেন্দ্র বিশু।
চারটি উইকেট পান তাইজুল ইসলাম। সাকিব নিয়েছেন দুই উইকেট। সাকিবের দুইটি উইকেটই ক্যাচ ধরেছেন মুশফিকুর রহীম। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এটি ক্যাচ ধরেন নাঈম হাসান।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংস
এর আগে গতকাল প্রথম ইনিংসে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের লিড পায় ১৩৩ রান। আজ দ্বিতীয় ইনিংস শেষে ১২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে লিড পায় ২০৩ রানের।