শিল্প- সংস্কৃতি

ব্রাউনিয়ার বিয়ে  

নরসুন্দা ডটকম   নভেম্বর ২৪, ২০১৮

বিয়ের পিঁড়িতে বসলেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। নাম  লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।

পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে বলে গণামধ্যমকে উভয়ই জানিয়েছেন।

ব্রাউনিয়ার বর  চৌধুরী হাসান সারওয়ার্দী রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর তিনি আর্টডকের জিওসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হন। সেখান থেকে এ বছরের ১ জুন অবসের যান। এর আগে তিনি আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক এবং সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে  কর্মরত রয়েছেন।

ফারজানা ব্রাউনিয়া ও লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী

বিয়ে প্রসঙ্গে ব্রাউনিয়া বলেন, কাজের সূত্র ধরেই আমাদের পরিচয়। আমাদের বোঝাপড়াও ভালো। তাই পরিবারের সম্মতিতেই বিয়ে।

ব্রাউনিয়া আরও জানান, ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয় তার। তারপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের মত নিয়ে গত ৬ নভেম্বর আক্‌দ এবং ১৬ নভেম্বর বিয়ে। ২৬ নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা হবে তাদের।

বর্তমানে ব্রাউনিয়া নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যানও তিনি।

আরো পড়তে পারেন…

বারী সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অরুন্ধতী রায় : ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ

About the author

নরসুন্দা ডটকম