দেশ-বিদেশ

মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ অপ্সরা

নরসুন্দা ডটকম   November 25, 2018

অপ্সরা গুহঠাকুরতা । সেন্ট জোন্স ডায়োশেসন স্কুল। সাউথ সিটি কলেজ। তার পর ওড়িশিতে মাস্টার্স। এই পথেই এগোচ্ছিল তার জীবন।

বিয়ে, সংসার, সাড়ে পাঁচ বছরের ছেলে এবং গার্ডেন হাই স্কুলে পড়াশোনার মাঝেই অন্য স্বপ্ন দেখতেন। আপাতত সেই স্বপ্নের সিঁড়়ির প্রথম ধাপে দাঁড়িয়ে রয়েছেন তিনি। গত দু’বছর ধরে শুরু হয়েছে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স কনটেস্ট। আর সেখানেই চলতি বছরে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ (গোল্ড ক্যাটেগরি)-র মুকুট ছিনিয়ে নিয়েছেন তিনি। আগামী বছর ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যাওয়ার সুযোগও পাবেন অপ্সরা।

 দীর্ঘ দিন ওড়িশি এবং ভারতনাট্যম শিখেছেন অপ্সরা। নিজস্ব অ্যাকাডেমিও রয়েছে তাঁর। ছোট থেকেই অভিনয়, মডেলিং-সহ গ্ল্যামার ইন্ডাস্ট্রি সম্পর্কে তাঁর আগ্রহ ছিল। কিন্তু পড়াশোনা, বিয়ে, সংসারের মাঝে সুযোগ হয়নি। এই প্রতিযোগিতার খবর অনলাইনে দেখে আবেদন করেন। কলকাতায় অডিশন পর্ব পেরিয়ে পুণেতে গত ২৬ অক্টোবর আয়োজিত ফাইনালে মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থের মুকুট ছিনিয়ে নেন তিনি।

আরো পড়ুন…

ব্রাউনিয়ার বিয়ে

বারী সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অরুন্ধতী রায় : ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ

এ ছাড়াও তিনটি সাবটাইটেল জিতেছেন অপ্সরা। মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ওয়েস্ট বেঙ্গল, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ফ্যাশন আইকন, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আইকনিক আইসের শিরোপাও তাঁর দখলে।
অপ্সরা শেয়ার করলেন, ‘‘এই সাফল্য আমার পরিবারের সকলেই খুব খুশি। তবে আলাদা করে আমার হাজব্যান্ড সৌম্যজিত্ ঘোষালের কথা বলব। আমাকে সব সময় সাহস জুগিয়েছে।’’
স্বপ্নের পরবর্তী সিঁড়িতে ধাপে ধাপে এগিয়ে যাওয়াল লক্ষ্যে অবিচল এই বঙ্গতনয়া। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

About the author

নরসুন্দা ডটকম