‘মূকভাষায় বাংলার সংস্কৃতি’ প্রতিপাদ্যে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন রংপুরে দু’দিনব্যাপী ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ ও ‘দ্বিতীয় মনোমাইম ফেস্টিভাল ২০১৮’ আয়োজন করতে যাচ্ছে।
শুক্রবার [৩০ নভেম্বর] কারমাইকেল কলেজের অন্নদামোহন হলে মাইম ডিরেক্টরস মিট ও রংপুর শহরের টাউন হল চত্বরের সাহিত্যমঞ্চে মনোমাইম ফেস্টিভাল শুরু হবে।
এতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মূকনাট্য নির্দেশকদের সঙ্গে মূকাভিনয় শিল্পী ও নাট্য সংগঠকরাও যোগ দেবেন।
মনোমাইম ফেস্টিভাল উদ্বোধন করবেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব। অতিথি থাকবেন রংপুর শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন।
মাইম ডিরেক্টরস মিট উদ্বোধন করবেন দেশের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। সভাপতিত্ব করবেন জাহিদ রিপন। এতে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
আলোচনা করবেন ড. ইস্রাফিল আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত, মৌসুমী মৌ, ধীরাজ হালদার, ধীমান সাহা জুয়েল প্রমুখ। এই আয়োজনের সমন্বয়কারী মাহবুব আলম।