উইন্ডিজের ৭ উইকেট শেষ!
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১১ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ফলোঅন করিয়েছে প্রতিপক্ষকে। এরপর দ্বিতীয় ইনিংসেও স্পিন জালে হাসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। সাকিব-মিরাজ- তাইজুলের ঘূর্ণিতে কাঁপছে তারা।
সর্বশেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তারা ১৪৫ রান তুলেছে সফরকারীরা।
প্রথম ইনিংস থেকে সাকিবরা ৩৯৭ রানের বড় লিড পায়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ রানের মাথায় উইকেট নেন সাকিব। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট তুলে নেন মিরাজ। পরের ৬ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরাজ ৮৫ রানে তাদের পঞ্চম উইকেট তুলে নেন। এরপর ১৪৩ রানে সপ্তম উইকেট পড়ে তাদের। হেটমায়ার ৮৫ রানে ব্যাট করছেন।