দেশ-বিদেশ

রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

নরসুন্দা ডটকম   অক্টোবর ৯, ২০১৯
রসায়নে

এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন– যুক্তরাষ্ট্রের জন গুডেনাফ, যুক্তরাজ্যের স্ট্যানলি হুইটিংহাম ও জাপানের আকিরা ইয়োশিনো। আজ বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

এ বছর পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার) এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়ন ঘটিয়ে তারা নোবেল পেয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাওয়া তিনজনের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছর নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম জানানো হবে।

আরো পড়তে পারেন…

দেশ নিয়ে চাওয়া-পাওয়া : মুহম্মদ জাফর ইকবাল

About the author

নরসুন্দা ডটকম