বিষন্ন সুর পোড়ায় ভীষণ,
রাজামশাই পেতেছে আসন
সাজায় হলাম বন্দিনী ;
আশাহত এক নন্দিনী!
সাধ ছিল তার আসবে রাজা
করবে তাকে সঙ্গিনী।
নিবেদন তার শতভাগই ছিল
প্রকাশটুকুই বঞ্চনা!
চির চেনা ঘর,আঙ্গিনা আপন;
পিছুটান যত,কেঁদেছে ভীষণ!
পেয়ে হাজারো তিরষ্কার
রাজামশাইয়ের বিষন্ন সুর, বন্দিনীটির পুরষ্কার!
সিলভিয়া আকুঞ্জি: কবি ও সংগঠক।