মেঘরঙ শাড়ির আঁচলে বর্ষাবন্দনা ।। তাহমিনা শিল্পী
বর্ষা বাজালো বিদায় ঘন্টা,
তানপুরাতে গাইছিলাম মন কেমন সুর।
এবেলা শাড়ির আঁচলে বেঁধে নিলাম বর্ষামাখা কিছু মেঘ!
বছরজুড়ে আগলে রাখবো একান্তে খুব যতনে।
আগামী বর্ষা এলেই মুক্ত করে দিবো আকাশের ময়দানে।
তারপর মেঘের গায়ে জমবে অভিমান। নামাবে বর্ষা খুব।
বছরের বাকি সময়ে যে ক’ফোঁটা পাবো বৃষ্টিজল,
তাই দিয়ে করবো বর্ষাবন্দনা।