বর্ষার কবিতা

মেঘ বালিকা ।। আকিব শিকদার

নরসুন্দা ডটকম   জুলাই ২১, ২০২০
বালিকা

মেঘ বালিকা ।। আকিব শিকদার

শ্রাবণ এলেই ভিজে ওঠে মনের উঠোন
থিকথিকে ভাব কাদাজলে
শ্রাবণ এলেই মনটা কোনো এত্তো ব্যাকুল
অশ্রু ঝরে দু’চোখ গলে।
সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে থাকি জানালা খুলে।

মেঘবালিকার পায়ের নূপুর ঝংকার ওঠে
বৃষ্টিঝরা টিনের চালে
শ্রাবণ এলেই ভিজে ওঠে মনের উঠোন
অশ্রু ঝরে দু’চোখ গলে।
নূপুরপরা ভেজা পায়ে আসবে কি সে কাদাজলে?

প্রকৃতি কি বাজায় বাঁশি, বেহালার সুর
দাঁড়িয়ে থাকি জানালাতে
ভেজা পায়ে আসবে কি কেউ জমাটবাঁধা অভিমানে
সন্ধ্যেবেলায় কুপি হাতে।
সেই যে কবে এসেছিলে বৃষ্টিঝরা শ্রাবণ রাতে।

শাড়ির আঁচল সরিয়ে দিয়ে উষ্ণবুকে খুঁজেছি ওম
তখন তুমি এক নিমিষে পাথর গলে হয়েছো মোম।


নরসুন্দা ডট কমের আয়োজন বর্ষার কবিতা
টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি ।। গোলাপ আমিন
মেঘরঙ শাড়ির আঁচলে বর্ষাবন্দনা ।। তাহমিনা শিল্পী
অসীম আচার্য্য’র দুটি কবিতা

About the author

নরসুন্দা ডটকম