দেশ-বিদেশ

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা

নরসুন্দা ডটকম   এপ্রিল ৫, ২০১৯
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশটির সরকার রাষ্ট্রীয় সতর্কবার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে ও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লিবিয়া দূতাবাস পরামর্শ দিয়েছে। সে কারণে ত্রিপলি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়াও লিবিয়ার প্রবাসীদের যে কোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০৭, +২১৮৯১০০১৩৯৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে। সূত্র: সমকাল।

আরো পড়তে পারেন…

অন্য আলোয় গোলাম সারওয়ার : আবেদ খান

স্বাধীনতা দিবসের আনন্দ : মুহম্মদ জাফর ইকবাল

About the author

নরসুন্দা ডটকম