আমেরিকার জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ফালনের ‘টুনাইট শো’-তে জিমির সঙ্গে ডুয়েটে গান গাইলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত পৃথিবীর প্রথম রোবট সোফিয়া।
ফালনের ২১ নভেম্বরের ‘টুনাইট শো’য়ে অতিথি ছিল বিভিন্ন রোবটরা। সোফিয়ার পাশাপাশি সেদিনের শো-য়ে উপস্থিত ছিল এমআইটির তৈরি রোবট ‘মিনি চিতা’, টমাটো খাওয়ানো রোবট ‘টমাটান’।
তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে সোফিয়া ছিল তা দর্শকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
নরসুন্দা ডট কমে আরো পড়তে পারেন…
মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ অপ্সরা
ব্রাউনিয়ার বিয়ে
‘মিনি চিতা’ ও ‘টমাটান’ বেরিয়ে যাওয়ার পর মঞ্চে ঢোকে সোফিয়া। প্রাথমিক আলাপচারিতার পর ফালন তাকে জিজ্ঞাসা করে সে গান গাইতে পারে কি না।
উত্তরে সোফিয়া জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার আশীর্বাদে সে গান গাওয়াও রপ্ত করে ফেলেছে।
তারপর ফালন ও সোফিয়া দু’জন মিলে গাইতে শুরু করেন ক্রিস্টিনা আগুইলেরার জনপ্রিয় রোমান্টিক গান ‘সে সামথিং’। তবে শুধু গান নয়, ফালনের প্রশ্নের জবাবে সোফিয়ার বুদ্ধিদীপ্ত উত্তরও দর্শকদের মন জয় করে নিয়েছে।