টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি ।। গোলাপ আমিন
টের পাচ্ছি বৃষ্টির উপস্থিতি, বৃষ্টি জানে না তো পাছে
কানে কানে বলি- বৃষ্টি, ভালোবাসি; আয় খুব কাছে।
ভাসমান মেঘের মতো প্রতীক্ষার প্রহর কেটে যায়
নির্ঘুম রাতটুকু বুকের ভেতর ভীষণ শুধু তড়পায়।
মিষ্টি বৃষ্টি আসে বুকে শান্তশীতল নরম স্পর্শ নিয়ে
সুখসম্ভার জেগে ওঠে দুই পরানে, দেই না ফিরিয়ে।
চোখ মেলে অনুভবে পাই মৃদু-মন্দ বাতাসের ঘ্রাণ
বিগলিত হতে থাকে মৃত্তিকামথিত এ হৃদয় পাষাণ।
হয়ে যায় সেলফিবাজ দূরবর্তী মেঘমল্লার আকাশ
ক্ষণে ক্ষণে আলোর ঝলকানি জ্বলছে ফসফরাস।
বৃষ্টি হচ্ছে মেয়েমানুষ, উপরে যে থাকে মেঘের বুকে
থাকুক প্রত্যাশিত মাখামাখি এমন সুখে বা অসুখে।