বর্ষার কবিতা

শহুরে বর্ষা ।। নোমান আব্দুল্লাহ

নরসুন্দা ডটকম   জুলাই ২৫, ২০২০
শহুরে

শহুরে বর্ষা ।। নোমান আব্দুল্লাহ

কালো ধোঁয়াশা মেঘে মেঘে আকাশে করে ঘর্ষণ
এই বুঝি নামে তুমুল গর্জে বারির ভারী বর্ষণ
জনপ্রাণ সবে খুঁজে নিতে চায়
ক্ষণিকের
আশ্রয়
যারা যেভাবে পারে নিয়ে নিবে কোনো প্রশ্র‍য়
এসব আমি ছুঁয়ে দেখি না, এগুলো কল্পিত
এক চিত্র
জানালার কোণে বসে বসে আঁকি অদ্ভুত
আলোকচিত্র
আঁকি মিছে মিছে কিছু স্বপ্ন, তুমুল বর্ষণ দেখি
দেখি গাছের মাথায় ঝাঁকড়া চুলের দুলুনি আর
তাকিয়ে থাকি

টিনের চালের ঝমঝম বৃষ্টির শব্দ কানে লাগে
স্বপ্নেরা ভাঙে, আবার নতুন স্বপ্ন মনে জাগে
ইট-পাথরের দেয়ালের মাঝে দাঁড়িয়ে
এক
নারিকেল গাছ সটান
দৃঢ় হাতগুলো মেলে, করে যায় ফটিকজলের
পান
থেকে থেকে বৃষ্টি চেপে ধরে
সুযোগে কচি ডালপালাগুলো কোলাকুলি
সারে
এতে এরা অদ্ভুত আনন্দ পায়, মুক্তোর মতো
বৃষ্টিতে মাখে ভিতরে হাসির ঔজ্বল্য আছে যতো

এগুলো আমি জানালার ধারে বসে বসে দেখি
আর প্রতি বৃষ্টিতে আমি একই স্বপ্ন আঁকি
পাঠশালা থেকে ভিজে ভিজে বাড়ি ফেরা
কিংবা বৃষ্টির দিনে পুকুরে গিয়ে ঝাঁপাঝাঁপি করা
আরো হয় সকলে মিলে কাদা মাখামাখি খেলা
চুরি করে আনা ওপাড়ার কলা গাছে গড়া ভেলা
এসবের পরে জ্বর বাঁধিয়ে স্কুল ফাঁকি দেয়া
খাটে শুয়ে শুয়ে কানে মায়ের মিষ্টি কবিতা নেয়া

এগুলো এখন কল্পনাময় চিত্র
স্মৃতির স্ক্রিনে দেখা অদ্ভুত আলোকচিত্র
দিনগুলো যেন হারিয়ে গিয়ে, অতীতের থলিতে
বন্দি
সব ছেড়ে-ছুড়ে কেন করেছি? চার দেয়ালের
সাথে সন্ধি।


আরও পড়তে পারেন….
আমরা যাকে নাম দিয়েছি ।। ছাদেকুর রহমান
বৃষ্টি বিলাস ।। হাফিজ রহমান

About the author

নরসুন্দা ডটকম