বর্ষায় ।। মনির হোসেন
আকাশ ভেঙে নামবে যেদিন শ্রাবণ ধারা
স্মৃতিগুলো ডাকবে সেদিন কারণ ছাড়া।
নৌকা চিঠি ভাসিয়ে দিতাম বাদল জলে
বিনি সুতোর মালা হতো কদম ফুলে।
আঁধার কালো মেঘের রাশি আকাশ পানে
মনিকুঠার স্মৃতিগুলো পড়ছে মনে।
শালিকজোড়া খুনসুটিতে বৃষ্টিস্নানে
আসবে সুদিন স্বপ্ন রঙিন তার পরানে।
পুবাল হাওয়া উড়িয়ে দিল মেঘের ভেলা
উজান গাঁয়ের ডিঙা সুখের সন্ধ্যাবেলা।
ডিঙা ভরা স্বপ্ন ছিল রাশি রাশি
সব হারিয়ে দুই কূলে আজ দু’জন ভাসি।