।। নরসুন্দা ডটকম ।।
আজ সাকিব আল হাসানের জন্মদিন।
১৯৮৭ সালের আজকের এই দিনে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল-হাসানের জন্ম গ্রহণ করেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাবেক শিক্ষার্থী সাকিব বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার।
এই মুহূর্তে তিনি ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ‘নাম্বার ওয়ান’ আসনে আছেন ।
মাগুরার এই তরুণের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। টি-টোয়েন্টিতে অভিষেক হয় ওই বছরেরই নম্বরে জিম্বাবুয়েরই বিপক্ষে। আর টেস্টে অভিষেক হয় পরের বছরের মে মাসে ভারতের বিপক্ষে। তারপর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিংয়ের বড় নির্ভরতার জায়গা সাকিব আল হাসান।
এরইমধ্যে তিনি ভেঙেছেন সাবেক তারকা ক্রিকেটার-অলরাউন্ডারদের অনেক রেকর্ড, নিজে গড়ে চলেছেন একের পর এক কীর্তি।
মেধাবী এই ক্রিকেটার কৃতিত্বের সাথে জাতীয় দলের বাইরে খেলে চলেছেন আইপিএলসহ আন্তর্জাতিক বড় বড় সব টুর্নামেন্টে।
আজকে তাঁর এই শুভ জন্মদিনে নরসুন্দা ডটকমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।