দেশ-বিদেশ

অনলাইন পত্রিকার জন্য ২ হাজার আবেদন বাংলাদেশে

নরসুন্দা ডটকম   জানুয়ারি ১১, ২০১৮

বাংলাদেশে অনলাইন পত্রিকা হিসাবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পেয়েছে সরকার।

বৃহস্পতিবার পার্লামেন্টে একজন সংসদ সদস্যের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, ”সারা দেশে কতগুলো অনলাইন পত্রিকা আছে, তার সঠিক কোন পরিসংখ্যান এখনো সরকারের কাছে নেই। তবে নিবন্ধনের জন্য ২ হাজার ১৮টি আবেদন পাওয়া গেছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।”

দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে এখন বেসরকারি অনুমোদিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি আর মোট নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ২৫টি।

এর মধ্যে দৈনিক পত্রিকা রয়েছে ১ হাজার ১৯১টি, অর্ধ সাপ্তাহিক পত্রিকা ৩টি, সাপ্তাহিক পত্রিকা ১ হাজার ১৭৫টি।

পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয় ২১২টি, মাসিক ৪০৪টি, দ্বিমাসিক ৭টি, ত্রৈমাসিক ২৮টি, চতুর্মাসিক ১টি, ষাণ্মাসিক ২টি এবং বার্ষিক পত্রিকা ২টি।

পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানিয়েছেন

আরো পড়ুন…. “নরসুন্দা ডটকম” একটি অনলাইন ম্যাগাজিনে

বন্দী নাম্বার ৩৪৯০২ ও একটি গোপন ভালোবাসার গল্প  

দেশে এই সময়ে অন্যতম পাঠকপ্রিয় অনলাইন পত্রিকা হলো. বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম,  বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম. জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম, সারা বাংলা ডটনেট, রাইজিং বিডি ডটকম, পরিবর্তন ডটকম, বাংলা মেইল ডটকম, বিবিসি বাংলা অনলাইন, নিউজ ১৯৭১ ডটকম,  অন্যতম।

About the author

নরসুন্দা ডটকম