সাহিত্য ডেস্কঃ
”মুক্তির সাধ”
——সোহেল খান
–
কাল রাতে
কবিতা পড়তে পড়তে কখন যে
ঘুমিয়ে পড়েছিলাম, জানিনা।
সারারাত নির্মল গভীর ঘুমে আচ্ছন্ন।
প্রশান্তির ঘুম ভেঙ্গে গেলো
গাঙ শালিকের ডাকে।
গাঙ শালিকের দল বলল চল-
এই ভোরে সাগরে যাবি আমাদের সাথে।
নীল আকাশের মুক্ত হাওয়ায়
আজ তোকে বেড়াতে নিয়ে যাবো।
অনেক ভালো লাগবে তোর।
ঝটপট উঠে পড়লাম-
গাঙ শালিকের সাথে উড়তে উড়তে
বঙ্গপসাগর, ভারত মহাসাগর হয়ে
প্রশান্ত মহাসাগরের কোল ঘেষে
ঘুরে এলাম নিমিষেই।
ঝাকে ঝাকে গাঙ শালিক এসে
অভিবাদন জানাতে লাগলো।
বন্ধুর স্বীকৃতি নিয়ে ওরা বলল
সাগরের উপর নীল আকাশে
আমাদের মত করে উড়তে থাক প্রতিদিন
দেখবি সব ক্লান্তি দুর হয়ে যাবে।
পৃথিবীকে দেখবি আবার নতুন করে।
মুক্তির স্বাধ পাবি এখানেই।
ওদের কথা দিয়ে এসেছি-
প্রতিদিন ঝাক ঝাক গাঙ শালিকের সাথে
মুক্ত আমি মুক্ত আকাশেই উড়বো এখন।
এবার পৃথিবীকে আপন করে পাবার
সময় এসেছে যে-