সাহিত্য ডেস্কঃ
‘খুব মিস করছি তোমাকে’
-মৌসুমী সুমী
যদি জোনাকি হতাম,
উড়ে উড়ে যেতাম তোমার কাছে,
মিটিমিটি করে জ্বলতাম তোমার চারিপাশে,
উড়ে গিয়ে তোমার গায়ে বসতাম,
ফিসফিস করে বলতাম,
তোমার কানে কানে,,
খুব মিস করছি তোমাকে……..
যদি ফুল হতাম,
মাধবীলতা,কিংবা রজনীগন্ধা,
আমার সৌন্দর্য বিলিয়ে দিতাম,
আমার সৌরভ দিয়ে বিমোহিত করতাম তোমাকে
তোমার কানে কানে ফিসফিস করে বলতাম,,,
খুব মিস করছি তোমাকে………
যদি চাদঁ হতাম,
সারারাএী জোস্নার আঁলোয় আলোকিত করে রাখতাম,
তারায় তারায় ভরিয়ে দিতাম আকাশ,
তোমায় ডেকে কানে কানে ফিসফিস করে বলতাম,,,,,
খুব মিস করছি তোমাকে………
যদি নদী হতাম,
তবে সৈকতের মোহনার টানে ছুটে যেতাম,
সৈকতের স্রোতে ভাসিয়ে দিতাম নিজেকে,
সৈকতের গর্জনের সুরে সুরে
তোমার কানে কানে ফিসফিস করে বলতাম,
খুব মিস করছি তোমাকে…………….