কবিতা সাহিত্য

কবি আবিদা সুলতানার কবিতার ডায়েরিতেঃ ‘বৈশাখী বন্দনা’

Md. Sohel Ahmed Khan   এপ্রিল ১৩, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

বৈশাখী বন্দনা

-আবিদা সুলতানা

 

 

আমার হৃদয়ে সমস্ত জমানো সুখ

এ বৈশাখে তোমায় দিলাম।

আর বেদনা ভরা অদৃশ্য স্মৃতিটুকু বুকে তুলে নিলাম।

মেঘের আড়ালে পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা কষ্টগুলি

আমার হিয়ার গোপনে লুকিয়ে রেখে

বৈশাখী আনন্দগুলো তোমায় উপহার দিলাম।

নতুন ভাবে ভোরের আলোর মত

ভরে থাক তোমার জীবনে।

অতীতের সেই বৈশাখের মৃত্যু গ্লানি

মিথ্যায় থাক না পরে একান্ত আমার।

আজ এ বৈশাখ, কাল বৈশাখী ঝড়ো হাওয়ায়

নিয়েছে চোখের ঘুম কেড়ে

জীবন বন্দনার মাঝে বেঁচে থাকা এতটুকু সুখ আমার।

এ বৈশাখে ভালোবাসার কাছ থেকে রইবো পলাতক

তবুও তুমি করুণা করোনা আমায়।

আমি ঐ রাতের আনন্দময় শশী

এ বৈশাখে তোমায় করিলাম দান

মুছে দেবো তোমার মনের বিরহের ভাঙ্গা প্রান

ব্যথা ভরা অনন্ত যৌবন থাক না আমার,

প্রেমের পুজার সমাধিতে

বিদ্রোহী মনের অতলে হৃদয়ের ক্রন্দন মুছে দিয়ে

বৈশাখে তোমার জীবন তোমারেই করিলাম দান।

তুমি দুঃখ করনা তোমার চোখে অশ্রু ঝরবে না আর

বৈশাখী ফুলে ফুলে ভরে থাক মন প্রাণ।

চিতার অনলে মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষত পুড়ে

জীবন প্রদীপ জ্বালিয়ে নেবো এ বৈশাখে আমার।

মুক্ত করে দিলাম জীবন্ত বৈশাখী বন্দনা।

ঐ সুখের রাজ্যে অন্য কারও ভালোবাসার পরশে

হোক তোমার জীবনের জয়।

হাসিমাখা জীবন সুখীময় হৃদয়ে

ভরে উঠুক আনন্দময়।

ভালোবাসার ব্যর্থতাই হোক

এ বৈশাখী বন্দনা একান্ত আমার

About the author

Md. Sohel Ahmed Khan