কবিতা • সাহিত্য কবি মৌসুমী সুমীর কবিতার ডায়েরি থেকে Md. Sohel Ahmed Khan জুন ২৮, ২০১৮ 6 years agoby Md. Sohel Ahmed Khan Written by Md. Sohel Ahmed Khan সাহিত্য ডেস্কঃ আক্ষেপ -মৌসুমী সুমী ভালো থেকো,, তোমাকেই বলছি,,ভালো থেকো, এই বাস্তবতার কড়াল গ্রাস থেকে নিজেকে মুক্ত রেখে, ভালো থেকো,, মনে রেখো;; কাকে বলবো??? স্বার্থসিদ্ধির এই বাজারে, কংকৃট এই ইট কাঠের খাঁচার দালান কোঠার ভীড়ে, কাকে বলবো??? মনে রেখো,,, ভালোবাসাহীন এই একলা ক্ষণে মন ক্যামনের দিনে, হৃদয়ের টান,অভিমান চেপে, যাবোই যখন দূরে,বহুদূরে, তখন,,কাকে বলবো??? মনে রেখো,, সবারই মুখের আড়ালে বাস করে সে এক অন্য মানুষ, সবারই হৃতপৃন্ডে টানানো কয়েক পড়ল রংগীন মুখোশ,,,, কাকে বলবো???? বলতে পারো?? কাকে বলবো??? যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, তবু মনে রেখো,,,,,,