সাহিত্য ডেস্কঃ
অমর একুশে গ্রন্থমেলায় সমবায় অধিদপ্তরের উপ নিবন্ধক (অডিট) মোঃ নবীরুল ইসলাম এর সমবায় সমিতি আইন ২০০১, সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এবং ব্যাখ্যা সহ সার্কুলার এবং জাতীয় সমবায় নীতি, জাতীয় সমবায় পুরস্কার নীতিমালা, সমবায় বাজার পরিচালনা নীতিমালা, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি নিয়ে গ্রন্থ “সমবায়” প্রকাশিত হলো একাত্তর প্রকাশনী থেকে।
মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নের লক্ষিকোল গ্রামে জন্মগ্রহণ করেন মোঃ নবীরুল ইসলাম। তার পিতা মোঃ শহিদুল ইসলাম এবং মাতা- জাহানারা ইসলাম । খুলনা ক্রিসেন্ট জুটমিল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এস এস সি, খুলনা বি এল কলেজ থেকে ১৯৮৭ এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন তিনি । কর্মজীবন সাংবাদিকতা ও শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু তার। পিএসসিতে ১৯৯৭ সালে রিসার্স অফিসার (জুনিয়র) হিসেবে যোগদান করেন। ২০০১ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সমবায় ক্যাডারে যোগদান করে সমবায় অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট রেজিষ্ট্রার মাদারীপুর, ঢাকা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলার সমবায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি রেজিষ্ট্রার (সমিতি ব্যবস্থাপনা) হিসেবে রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরে এবং বিভাগীয় সমবায় দপ্তর বরিশালে (প্রশাসন ও বিচার) দায়িত্ব পালন করেন। এজিএম বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন, মিল্কভিটায় অতিরিক্ত মহাব্যবস্থাপক (ক্রয়, পরিকল্পনা ও বিপনন) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সমবায় অধিদপ্তরে উপ নিবন্ধক (অডিট) হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখি- সাপ্তাহিক অর্থনীতি (অধুনা দৈনিক অর্থনীতি) পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু। চাকুরী প্রত্যাশীদের জন্য সাধারণ জ্ঞানের বেশ কয়েকটি পুস্তক/গ্রন্থনা প্রকাশিত। অমর একুশে গ্রন্থমেলায় স্টল নং একাত্তর প্রকাশনীতে গ্রন্থটি পাওয়া যাচ্ছে।